ধান কাটার
গান
ধান কাটা
হলো সারা
উঠোনে
ধান গোলা ভরা
খুশিতে
ওঠে মেতে, চাষীদের মন।
চাষীর
গায়ে মোটা কাপড়,
মোটা
চালের বাড়ে কদর,
ঢেঁকি
পেতে ধান ভানে, কিষান বধূগণ।
দেয়ালেতে
মাটি লেপে,
বাড়ি
ঘর হয় ঝকঝকে,
গোয়াল
ঘরে এঁড়ে বাছুর, ছোটাছুটি করে।
গাঁয়ের
পাশে পুকুর পাড়ে,
চণ্ডীতলার
বেড়ার ধারে,
আখের
রস থেকে গুড় হয়, সারাদিন ধরে।
বাঁশ
গাছের বাগানে,
প্যাঁচাদের
দেখি নে,
জোছনায়
চাঁদ ওঠে, নীল আকাশের গায়।
রাত জেগে
দিশেহারা,
ঘুমোয়
কিষান পাড়া,
সকাল
হলেই কিষানেরা, ধান কাটতে যায়।
মানুষেরে করো মহীয়ান।
No comments:
Post a Comment