Saturday, 26 December 2015

আমার গাঁয়ের নতুন কবিতা

আমার গাঁয়ে, রোজ সকাল হলে,
গাঁয়ের চাষীরা মাঠে করে চাষ
সাড়ে আটটার সিটি বাজে দূরে
সবাই কাজ করে বারো মাস

আমার গাঁয়ে, রাত কেটে শেষে
ভোরে মসজিদে হয় আজান
প্রভাত পাখির কণ্ঠে শুনি আমি
রোজ ঘুম ভাঙানোর গান

সকাল হলো ফুটলো কত ফুল
আমের বাগানে কোকিল ডাকে
নদীর জল নিয়ে গাঁয়ের বধু
আপন ঘরে যায় কলসী কাঁখে

সুয্যি ডোবে আঁধার হলো
ক্লান্ত পাখিরা বাসায় ফেরে
দিনের আলো হারিয়ে গিয়ে
সারা গ্রাম থাকে আঁধারে

পথের বাঁকে দুরে শেয়াল ডাকে,
জোনাকিরা দেয় সব আলো
নিশুতি রাতে পেঁচা ডাকে
ঘেউ ঘেউ করে কুকুরগুলো

রাতের আকাশে চাঁদ ওঠে,
তারারা সব মিটিমিটি চায়
তারপরে রাত কেটে গিয়ে

কখন যে সকাল হয়ে যায়




No comments:

Post a Comment