Thursday, 23 July 2015

বর্ষার কবিতা

বর্ষা এলো রে ভাই
নেমেছে বাদল,
গরজিছে আকাশেতে
মেঘেদের দল

বিজুলি খেলিছে দেখি
আকাশের গায়ে,
ওপারেতে কালো মেঘ
আসিছে ঘনায়ে

এপারেতে বর্ষা নামে
গাঁয়ে ঢোকে জল,
হাঁটু জলে পার হয়
গরু ভেড়া ছাগল

বাঁধের পাড়ে পড়েছে উড়ে
শালিক পাখির বাসা,
বর্ষায় ভিজে টোকা মাথায়

লাঙল চালায় চাষা

No comments:

Post a Comment