Friday, 12 May 2017




গাঁয়ের পথে লোক চলে

লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পথে লোক চলে,
মরাল ভাসে দিঘির জলে
দিঘির পাড়ে তাল গাছে,
বাবুই পাখির বাসা আছে

পাখিরা সব বাসায় থাকে,
বাড়ির উঠোনে কাক ডাকে
ছেলেরা সব পথের পরে,
উড়ায় ধূলো ইচ্ছে করে

অজয়নদীর ঘাটের কাছে,
মা কালীর মন্দির আছে
দূরে দেখি শ্মশান ঘাটে,
জ্বলে চিতা দিনে রাতে

যাত্রী বোঝাই নৌকা আসে,
পূবের গগনে অরুণ হাসে
যাত্রীরা নামে নৌকা হতে,
পায়ে হেঁটে চলে রাঙাপথে

গাঁয়ের বধূরা কলসী কাঁখে,
জল নিয়ে আসে নদী থেকে
গাঁয়ের পথে মোড়ের মাথায়,
ভালুক-ওয়ালা ভালুক নাচায়

গাঁয়ের বাউল পথের পরে,
একতারা বাজিয়ে গান করে
গলিপথে চলে ময়রা বুড়ি,
মাথায় লয়ে ধানের ঝুড়ি

আঙিনায় বসে টুনির মা,
সেলাই করে ফ্রকজামা
রাস্তার মাঝে নিধিরাম,

ঝাঁকা মাথায় বেচে আম

পড়ে আসে বেলা সূর্য ডোবে,
নামে আঁধার বাঁশের ঝোপে
সানাই-এর সুর বেজে উঠে,
চাঁদের আলো জোছনা ফুটে





গাঁয়ের মাটিতে সোনা ফলে

লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটিতে সোনা ফলে চাষীভাই করে চাষ,
এই গাঁয়েতে সবার সাথে মিলেমিশে করি বাস
পূব গগনে সূর্য ওঠে ছড়িয়ে দেয় সোনার আলো,
এই মাটিতে শীতল ছায়া তারে আমি বাসি ভালো

গাঁয়ের মাটি শুদ্ধ খাঁটি, এই গাঁ আমার জন্মভূমি,
গাঁয়ের ছায়া গাঁয়ের মায়া পাবেনা কোথাও তুমি
গাঁয়ের মাটি জন্মভূমি, সে যে পূণ্যভূমি আমার,
উত্তরে বহে অজয়নদী, দক্ষিণেতে ধূম্র পাহাড়

গাঁয়ের মাটি স্বর্গ আমার সেথায় ফলে সোনার ধান,
প্রভাত হলে রোজ সকালে পাখির কণ্ঠে শুনি গান
গাঁয়ের শীতল তরুর ছায়ায়, ছোট ছোট মাটির ঘর,
গাঁয়ের রাঙামাটির পথে লাল ধূলো উড়ে নিরন্তর

গাঁয়ের মাটিতে সোনা ফলে দিঘিতে ফোটে কমল,

গাঁয়ের মাটিতে তরুর শাখাতে ধরে ফুল আর ফল






গাঁয়ের মাঝে মাটির কুটির

লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি গাঁয়ের ছায়া গাঁয়ের মানুষ আপন,
গাঁয়ের মাঝে মাটির কুটির, আমার বাস ভবন

দিঘির জলে মরাল ভাসে, বধূরা করে সিনান,
দিঘির পাড়ে আমেরগাছে কোকিল গাহে গান

গাঁয়ের মাঠে চরায় গরু আমার গাঁয়ের রাখাল,
মধুর স্বরে বাজায় বাঁশি সাথে নিয়ে গরু পাল

গাঁয়ের মাঝি নৌকা চালায়, অজয় নদীর ঘাটে,
ভোর হতে সন্ধে অবধি সেথা তার দিন কাটে

গাঁয়ের পথে উড়িয়ে ধূলো গোরুর গাড়িটি চলে,
পান্থ-পথিক অলস দুপুরে বসে তরু ছায়া তলে

বিকেল হলে বনটিয়া এসে লুকায় মাঠের আলে,
শিকারী শকুনি বসে থাকে উঁচু গাছের মগডালে

পাহাড় ঘেঁষে সূর্য ডোবে অজয় নদীর ঐ পারে,
আমার গাঁয়ে আঁধার নামে নির্জন পথের ধারে