Sunday, 22 November 2015



সোনা মাটির ধান (লোক কবিতা)

ও মাটির ধান রে সোনা মাটির ধান।
ও সোনার ধান রে মাটির সোনা ধান।

চাষী গেছে মাঠে রে সে গায় মাটির গান।
ও মাটির ধান রে ও সোনার ধান।

অঘ্রানেতে ধানের খেতে
সোনার ধান উঠে মেতে
আনন্দেতে সবাই মাতে, উথাল পাথাল পরান।

ও মাটির ধান রে সোনা মাটির ধান।
ও সোনার ধান রে মাটির সোনা ধান।
চাষী গেছে মাঠে রে ও গায় মাটির গান।

সোনা ধান মাঠে মাঠে
চাষীরা সব ধান কাটে,
বেলা গেলে ঘরে ফেরে, দিন হলে অবসান।

ও মাটির ধান রে সোনা মাটির ধান।
ও সোনার ধান রে মাটির সোনা ধান।
চাষী গেছে মাঠে রে সে গায় মাটির গান।

উঠোন মাঝে ধানের গোলা,
ধান রেখেছে চাষী ভোলা।
ধানের বোঝা মাথায় নিয়ে, আসে সব কিষান।

ও মাটির ধান রে সোনা মাটির ধান।
ও সোনার ধান রে মাটির সোনা ধান।
চাষী গেছে মাঠে রে সে গায় মাটির গান।



Saturday, 7 November 2015




শক্তির আবাহন আরাধনা

চিন্ময়ী রূপে
এসো মাগো তুমি
জগজ্জননী মা

শ্যামারূপী কালী
ভীমা ভয়ংকরী
খড়্গধারিণী মা

নয়নে বহ্নি জ্বলে,
মুণ্ডমালা গলে,
ত্রিশূল ধারিণী মা

কপালে দিব্য আভা,
গলাতে রক্ত জবা,
নৃমুণ্ডমালিণী মা

এসো মাগো ভবে,
ডাকি মোরা সবে,
দেহ তব রাঙা চরণ

শংখ ঘণ্টা বাজে,
এসো এই ধরামাঝে,
তোমারে করি আবাহন


নমো দেবৈঃ
মহা দেবৈঃ
শিবায়ৈ সততং নমঃ

নমঃ প্রকৃতায়ৈঃ
ভদ্রায়ৈ নিয়তা
প্রণতাস্ম তাম্

রৌদ্রায়ৈ নমঃ
নিত্যায়ৈ ভদ্রাকাল্যৈঃ
নমো নমঃ

নমঃ জগতপ্রতিষ্ঠায়ৈ
দৈব্যৈঃ কৃতৈ
নমো নমঃ

ঔঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

যত্র এবাগত
পাপং তত্রৈব
প্রতিগচ্ছতু

শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

শরতের কবিতা-10

এসেছে শরত ফুটেছে বকুল
শিউলির ডালে ফুটিল কলি
জোড়াদিঘিতেফুটেছে কমল
হাসিছে সবই পাপড়ি মেলি

বনে কেয়াফুল  সুগন্ধ ছড়ায়
পুজো এসে গেল কাছে
বিহগের দল  করে কলতান
শাখে শাখে নাচিছে গাছে

সোনালী রোদ্দুর ঝরিয়া পড়িছে
সুনীল আকাশ হতে
পূজোর গন্ধে ভরেছে ভুবন,
তাই ধরণী উঠেছে মেতে

কিষানের বধূ  আঁখি জলে ভাসে
হয়নিকো আজও পূজোর বাজার
নতুন জামাকাপড় কিনিবে কেমনে যারা
জোটে না দুবেলা, দুমুঠো আহার

আর দেরি নেই এসে গেল পূজো,
পূজোর কেনাকাটা হল শুরু
পূজোর বোনাস  পাবে কি মাসে
শ্রমিকের বুক করে দুরু দুরু

বোনাসের দাবীতে  শ্রমিকের শ্লোগান
পূজোয় বোনাস দিতে হবে
বোনাস না দিলে কেউ কাজে আসবে না
শ্রমিকদের ধর্মঘট চলবে

কারখানা লকআউট বন্ধ কলের চাকা
মালিকপক্ষ ক্ষেপে ওঠে
তারপর সূযোগ বুঝে সাত পাঁচ না ভেবে,
ঝুলিয়ে দিলো তালা মেন গেটে

পূজোর প্যাণ্ডেলে ভিড়ে, চোখ আসে জলে ভরে
কৃষক শ্রমিক করে হাহাকার
ঢাকের বাজনা শুনে বিসর্জনের দিন গোনে

দেবী প্রতিমার আজি মুখভার