Tuesday, 22 September 2015


শরতের কবিতা-4

এসেছে শরত লেগেছে পরশ,
শিউলির ডালে ফুটিল কলি
বেলি, টগর, জুঁই শালুক পদ্ম
হাসিছে পাপড়ি মেলি

সবুজ ধানখেতে আধো জলে ডোবা
কচি কচি ধানগাছ
রোদ্দুর পড়িলে  স্বচ্ছে সলিলে
খেলে ছোট পুঁটিমাছ

শাল পিয়ালের বনেতে উড়িছে
শালিক পাখির ঝাঁক
সাঁওতালীরা    মাদল বাজায়,
ঢাকীরা বাজায় ঢাক

নদীপাড়ে ওড়ে কাশফুলের বনে
সাদা বলাকার সারি
সেতুর ওপরে পার হয়ে যায়
দশটার রেলগাড়ি

পড়ে আসে বেলা, দিন শেষ হয়,
সাঁঝের আঁধার নামে গাঁয়
মন্দির মাঝেকাঁসর বাজে,
ঢাকীরা নাচে ঢাক বাজায়